নিজস্ব প্রতিবেদক : অনুপ্রবেশকারী ও হাইব্রিড নিপাত যাক, এই স্লোগানকে সামনে রেখে নরসিংদী রায়পুরায় নব্বই দশকের সাবেক ছাত্রলীগের নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪অক্টোবর) সকালে উপজেলার ফুড ভ্যালী রেস্টুরেন্টেের কনফারেন্স রুমে সাবেক ছাত্রলীগনেতা খাইরুল আলমের আহ্বানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আফজাল হোসাইন।
বক্তাগন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মধ্যে অনুপ্রবেশকারী, হাইব্রিড ও চামচিকাদের দল থেকে বিতাড়িত করে ত্যাগী ছাত্রলীগ নেতাদের পোষ্ট পজিশনে নেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
নব্বই দশকের সাবেক ছাত্রলীগনেতা মির্জানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ূন কবির সরকারের সভাপতিত্বে ও খায়রুল আলমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মো. শাজাহান বাবুল, খোরশেদ আলম মিঠু, এম এ রব, এসএম ওবায়দুল হক বাবুল, এসএম তাজুল ইসলাম, শাহাবুদ্দিন মাসুদ, মো. শেফায়েত উল্লাহ শিশু, সাইফুর রহমান, নজরুল ইসলাম, মো. কফিল উদ্দিন, জজ মিয়া, ও তাজুল ইসলামসহ শতাধিক ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।