এম নূরউদ্দিন আহমেদ :
নরসিংদীর রায়পুরায় দৌলতকান্দি মহিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতা ও পুরুষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯শে মার্চ) সকাল থেকে বর্ষণমুখর বৃষ্টিকে উপেক্ষা করে অত্যন্ত বর্ণিল সাজে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।
অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অলিপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চেয়ারম্যান ফোরামের সভাপতি আল আমিন ভূঞা মাসুদ, শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেল, মহেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেন চানঁ মিয়া খাঁ, রায়পুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক হোসেন আলী,, মরজাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান, মহেশপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোস্তফা কামাল প্রমূখ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।