রায়পুরা ( নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় দূর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি শুরু হয়।
এসময় রায়পুরা পৌরসভার মেয়র মো. জামাল মোল্লা, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা হাবিব ফরহাদ আলম, কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী শামীম ইকবাল মুন্না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. বোরহান উদ্দিন, নির্বাচন কর্মকর্তা আজহারুল ইসলাম, সেরাজনগর এমএ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব উদ্দিন, উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি আলহাজ্ব আল-আমিন ভুইয়া মাসুদ, সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেল, ইউপি চেয়ারম্যান আ: মোমেন সরকার, হাসানুজ্জামান, হোসেন ভুইয়া, হাবিবুর রহমান হাবিব, মিতুল খোন্দকার, বিভিন্ন অফিসের কর্মকর্তা, চেয়ারম্যানবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাগন দূর্যোগ মোকাবেলায় সতর্কতা অবলম্বন করে কাজ করার আহবান জানান।