ঢাকাMonday , 12 September 2022
  • অন্যান্য

রায়পুরায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্ধবেলা কর্মবিরতি

এম নূরউদ্দিন আহমেদ
September 12, 2022 6:17 pm । ২৬৩ জন
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :
সারা বাংলাদেশের ন্যায় রায়পুরায় দূর্যোগ ব্যবস্থাপনার কারিগর নিজেরাই দূর্যোগ কবলিত হয়ে আছে। তাই এ দূর্যোগ মোকাবিলা থেকে উত্তোরনের লক্ষে সরকারের নিকট ৫টি দাবি জানিয়েছেন তারা।
এ দাবী আদায়ের লক্ষ্যে সোমবার (১২ সেপ্টেম্বর)
সকাল ৮ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত রায়পুরা উপজেলায় দূর্যোগ ব্যবস্থাপনা দপ্তরের কর্মকর্তা প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন সহ সকল কর্মচারীদের কর্মবিরতি পালন করা হয়।
প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন জানান, বৈশ্বিক মহামারি কেভিড-১৯ পরিস্থিতি সহ প্রশাসনের সাথে থেকে জিআর ক্যাশ, খাদ্যশস্য,ঢেউটিনও শীতবস্ত্র বিতরন অগ্নিকান্ড মহামারী, নৌকাডুবি, বজ্রপাত সহ সকল দূর্যোগে জীবন বাজি রেখে কাজ করে আসছে।
দূর্যোগ ব্যবস্থাপনা আইন- ২০১২ এ প্রয়োজনীয় জনবল কাঠামো গঠনের জন্য বলা হলেও গত দশ বছরে এর জন্য সন্তোষজনক কোন অগ্রগতি হয়নি। জনবল কাঠামো ও নিয়োগবিধির প্রস্তাবটি দীর্ঘদিন পূর্বে মন্ত্রণালয়ে প্রেরন করা হলে ও বিভিন্ন অযুহাতে কালক্ষেপন করা হচ্ছে।
সারা বাংলাদেশে জেলা এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তর পরিদপ্তরের অধীন পদ
গুলো যুগোপযোগী করে আপগ্রেড করা হলে ও তাদের সাথে সামঞ্জস্য রেখেএ মন্ত্রণালয়ের অধীন জেলা ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা উপজেলা প্রকল্প
বাস্তবায়ন কর্মকর্তা ও অন্যান্য কর্মচারীদের পদ অদ্যাবধি আপগ্রেডেশন করা হয়নি। এ দপ্তরের কর্মচারীগণ সূচনালগ্ন হতে সামাজিক ও অর্থনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন এবং ক্ষতিগ্রস্ত হয়ে আসছে। এছাড়া ৪১৬ টি বিভিন্ন পদ শূন্য থাকায় অধিদপ্তর এবং অধিদপ্তরের সাথে সংযোক্ত কর্মকর্তা -কর্মচারী কল্যান পরিষদ যথাযথ কর্তৃপক্ষের সাথে দীর্ঘদিন ধরে আলোচনা সভা স্মারকলিপি প্রদান সংবাদ সম্মেলন মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। তাই এ লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৫টি দাবি তারা তুলে ধরেছে। দাবি গুলো হলো: ( ১) দূর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে প্রস্থাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, (২) জেলা ও ত্রান ও পূর্নবাসন কর্মকর্তা ( ডিআরআরও) পদ আপগ্রেডেশন, (৩) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও) পদ আপগ্রেডেশন, (৪) সচিবালয়ের ন্যায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদ নাম পরিবর্তন ও আপগ্রেডেশন, (৫) দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্যপদ পদোন্নতি চলতি দায়িত্ব সহ নিয়োগের মাধ্যমে পূরন করতে হবে । এ দাবি গুলো দ্রুত পূরন করতে ঊর্ধতন কর্তৃপক্ষের সহযোগিতা চান।