ঢাকাSaturday , 10 June 2023
  • অন্যান্য

রায়পুরায় তৃনমুল আ.লীগ নেতা-কর্মীদের মতবিনিময়

সাইফুল ইসলাম জুয়েল
June 10, 2023 11:37 am । ১৫১ জন
Link Copied!

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরায় তৃনমুল আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০জুন) সকালে উপজেলার হাঁটুভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইমান উদ্দিন ভূইয়া’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা অ্যাড. এবিএম রিয়াজুল কবির কাওছার।

অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাড. মোহাম্মদ সামছুল হক।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আব্দুল মোমেন, হাইরমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা: কবির হোসেন, জেলা কৃষকলীগের সহ সভাপতি মো. আশরাফ, মির্জানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির সরকার, সহসভাপতি আশরাফ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মহসিন খোন্দকার, যুবও ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম করিম, সাবেক যুবও ক্রীড়া সম্পাদক একেএম মহি উদ্দিন, পৌরসভা আওয়ামী লীগের সহসভাপতি মো. হারুনুর রশীদ, আদিয়াবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আবু সালেহ মুছা, বিশিষ্ট সমাজ সেবক মশিউল আলম কনক, হেলাল মিলিটারি, জসিম উদ্দিন জসু, কিরন খাঁ, হাইরমারা ইউপি সদস্য সাইফুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তাগন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।