ঢাকাTuesday , 11 October 2022
  • অন্যান্য

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর রায়পুরায় তিনদিন ব্যাপী অনলাইন ভূমি উন্নয়ন কর আদায় ক্যাম্পেইন ২০২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১১অক্টোবর) সকালে উপজেলার হাসিমপুর রোডের জগি বাড়ীর মোড়ে এই ক্যাম্পেইন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

এতে এলাকার সাধারন মানুষ উৎসাহিত হয়ে কর পরিশোধ দেখা গেছে। সংশ্লিষ্টরা জানান, উদ্বোধনী অনুষ্ঠানের প্রথমদিনে এই ক্যাম্পটিতেই ৬০হাজার টাকা কর আদায় করা হয়েছে। এই কর্মসূচি চলবে ১৩অক্টোবর পর্যন্ত।
এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন।
এসময় রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, রায়পুরা ইউনিয়নের সহকারী ভুমি কর্মকর্তা আবু জাফর মো. শরীফ উদ্দিন, সার্ভেয়ার মো. আব্দুল আজিজ, সার্টিফিকেট পেশকার মো. ইলিয়াস হোসেন, উপজেলা সন্তান কমান্ডের সভাপতি অহিদুজ্জামান পলাশ ও বিশিষ্ট সমাজ সেবক মো. মানিক মোল্লাসহ স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।