নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ব্রাহ্মণবধুয়া বাজারে ডিজিল্যাব ডায়াগনস্টিক এন্ড ডায়াবেটিস সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৩অক্টোবর) সকালে অলিপুরার ব্রাহ্মণবধুয়া বাজারে ডিজিল্যাব ডায়াগনস্টিক এন্ড ডায়াবেটিস সেন্টারের নিজস্ব প্রতিষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অলিপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আল-আমিন ভুইয়া মাসুদ।
এসময় অলিপুরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, ইউপি সদস্য মো. এলাহী, নাসরিন আক্তার (ল্যাবটেষ্ট), মো. শরীফুজ্জামান রনি (সত্তাধারী), ছাত্রনেতা পরাগসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলোয়াত পাঠ করেন হাফেজ মো. মাইনুল ইসলাম এবং মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাকির হোসেন।
বক্তাগন ডিজিল্যাব ডায়াগনস্টিক এন্ড ডায়াবেটিস সেন্টারের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন।