নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর রায়পুরায় দীর্ঘদিন যাবত চলমান টেটাযুদ্ধ নির্মূল ও শান্তিপূর্ণ চরাঞ্চল গড়ে তুলতে স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্যবদ্ধ চরাঞ্চল ছাত্র ও যুব কল্যাণ সংঘের আয়োজনে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
শনিবার (২৬ নভেম্বর) বিকালে উপজেলার চরাঞ্চলের কালিকাপুর-মধ্যনগর সংযোগ সড়কে ‘শান্তির আহ্বানে প্রতিজ্ঞাবদ্ধ, টেঁটা বল্লম বন্ধ হোক, বিবেকবোধ জাগ্রত হোক’ এ স্লোগানকে সামনে রেখে এ মানববন্ধন অনুষ্ঠিত করা হয়।
মানববন্ধনের মাধ্যমে সংগঠনটির কর্তৃপক্ষ ও স্থানীয়রা টেটা যুদ্ধ নির্মূলের জন্য জন প্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সরজমিনে উপস্থিত হয়ে জানা যায়, রায়পুরা উপজেলার আওতাধীন পাড়াতলী, শ্রীনগর, বাঁশগাড়ি, মির্জাচর, চরমধূয়া, চাঁনপুর ইউনিয়নে অর্ধশত বছর ধরে স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে প্রতিনিয়ত থেমে থেমে টেঁটা সংঘর্ষের কারণে অসংখ্য মানুষের প্রাণহানি হয়েছে, বাড়িঘরে হামলা ভাঙচুর অগ্নিসংযোগের মতো ঘটনাও ঘটেছে। এসকল ন্যাক্কারজনক ঘটনা যেন পুনরাবৃত্তি না হয় সে জন্যে শান্তিপূর্ণ চরাঞ্চল সৃষ্টির লক্ষে মানববন্ধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, শরিফ উদ্দিন বাবুল, এম. জাকির হোসেন জনি, ওয়াসিম আকরাম, অহিদুল্লাহ শান্ত, নুর আলম আহামেদ, মাওলানা মাসুম বিল্লাহ, আল আমিন, ডা. জিন্নত আলী, মনির হোসেন, আলমগীর হোসেন, হাবীব মেম্বার, জালাল খাঁ, শফিকুল ইসলাম, আব্দুল কাদির, নাজমুল সিকদার, আলআমিন চৌধুরী, মোশাররফ হোসেন, উজ্জল আহমেদ ফাইন, মাওলানা সাব্বির আহমেদসহ কোমলমতি স্কুল মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।