নিজস্ব প্রতিবেদক :
নরসিংদী রায়পুরায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের হলরুমে প্রথমবারের মতো জাতীয় সংবিধান দিবসটি উদযাপিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম, রায়পুরা থানা অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত গোবিন্দ সরকার, আইসিটি সহকারী তুষার ভট্টাচার্য, বিয়াম ল্যাবরেটরী স্কুলের প্রিন্সিপাল মোঃ রফিকুল ইসলাম, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীসহ উপজেলার কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে দেশে এই প্রথম জাতীয় সংবিধান দিবস আনুষ্ঠানিকভাবে উদযাপিত হয়।