রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
“স্মার্ট বাংলাদেশের প্রত্যয়, দূর্যোগ প্রস্তুতি সবসময় ” প্রতি পাদ্য’কে সামনে রেখে রায়পুরা উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৩ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০মার্চ) সকালে উপজেলা চত্বর থেকে একটি র্যালী বের করে উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। র্যালীটি উপজেলা থেকে বের হয়ে প্রধান সড়কের বিভিন্ন গলি হয়ে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলার হলরুমে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. বোরহান উদ্দিন এর পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন, হিসাব রক্ষন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, ফায়ার সার্ভিসের লিডার মো. নাসির উদ্দিন, বিয়াম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ মো. রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।