ঢাকাTuesday , 14 February 2023
  • অন্যান্য

রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধে লক্ষাধিক টাকার চারাগাছ কেটে ফেলার অভিযোগ

এম নূরউদ্দিন আহমেদ
February 14, 2023 3:59 pm । ১৮৬ জন
Link Copied!

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তরবাখরনগর ইউনিয়নের রতনপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মেহগুণী, লটকন সহ বিভিন্ন জাতের লক্ষাধিক টাকার চারাগাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে।

প্রতিপক্ষ তাজুল ইসলাম ও তার লোকজন এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেন জমিসহ চারাগাছের প্রকৃতমালিকানা দাবীদার ইমরান হোসেন। ইমরান হোসেন বলেন, শত বছরের জোত সম্পদ আমরা ভোগ দখল করে আসছি।

এমতাবস্থায় প্রতিপক্ষ তাজুল ইসলাম, তারেক মিয়া, রুবি বেগম ও রিমা আক্তার সহ আরো কয়েকজন মিলে আমার কাঠবাগানে প্রবেশ করে কুড়াল ও শাবল দিয়ে প্রকাশ্যে দিবালোকে এলোপাথারী কুপিয়ে লক্ষাধিক টাকার চারাগাছ কেটে ফেলে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছলে তারা চলে যায়।

উক্ত ঘটনার পর স্থানীয় ইউপি চেয়াম্যান হাবিবুল্লাহ হাবিব ঘটনাস্থলে পৌছে সুষ্ঠ সমাধানের কথা জানালে প্রতিপক্ষের লোকজন চেয়ারম্যানের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে আদালতে একাধিক মামলা করে ইমরান ও তার লোকজনকে হয়রানীমূলক মামলা দিয়ে ফাঁসানোর হুমকী দিয়ে চলে যায়।

এ ঘটনায় জমির মালিক পক্ষ ইমরানের ভাতিজা আরিফুর রহমান বাপ্পি বাদী হয়ে ১৩ ফেব্রুয়ারী সোমবার রাতে রায়পুরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

উক্ত বিষয়ে ইউপি চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিব জানান, উভয় পক্ষ আমার পরিচিত। বিষয়টি নিয়ে একাধিক সালিশী হয়েছে। সালিশের পর ইমরান হোসেন ও তার লোকজন সালিশের প্রতি শ্রদ্ধাশীল হলেও অপরপক্ষ তাজুল ইসলাম ও তার লোকজন সালিশি সিদ্ধান্তকে বয়কট করে থাকে। তারা অনেকটাই মিথ্যাবাদী, চতুর, মামলাবাজ ও অসৎ প্রকৃতির লোক। অভিযুক্ত তাজুল ইসলামের স্ত্রী রুবি বেগম বলেন, আমরা কোন গাছ কাটি নাই।প্রতিপক্ষের লোকজন কেটে আমাদেরকে ফাঁসানোর চেষ্ঠা করছে।

এমতাবস্থায় স্থানীয় প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী ইমরান হোসেন ও তার পরিবার।