ঢাকাMonday , 19 February 2024
  • অন্যান্য

রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধে মারধরের ২৬ দিন পর বৃদ্ধের মৃত্যু

সাইফুল ইসলাম জুয়েল
February 19, 2024 9:04 am । ১০২ জন
Link Copied!

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে আহতের ২৬ দিন পর নবর আলী (৬৫) নামে এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার রাত ২ টায় রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।

নিহত নবর আলী (৬৫) রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের অলিপুরা গ্রামের মৃত নুর মোহাম্মদ এর ছেলে। এ ঘটনায় অভিযোগ উঠেছে তার সৎ ভাইয়ের সন্তানদের বিরুদ্ধে।

স্থানীয় সুত্র ও নিহতের মেয়ে সাবিনা আক্তার জানায়, চলতি বছরের ২৩ জানুয়ারী জমি সংক্রান্ত বিরোধের জের ও জমিতে ট্রাক্টর নেওয়ার সময় বাঁধা দেওয়াকে কেন্দ্র করে তার বাবাকে মারধর করে তার সৎ চাচাতো ভাইয়েরা। এসময় তাকে এলোপাথারি মারধর করলে সে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে তাৎক্ষনিক স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে এক সপ্তাহ চিকিৎসা শেষে বাড়ি নিয়ে আসা হয়। বাড়িতে কয়েকদিন চিকিৎসা চলা সময় পেটে ব্যাথা শুরু হলে তাকে ভৈরবের একটি হাসপাতালে নেওয়া হয়। সবশেষ গত রাতে তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রায়পুরা থানার পুলিশ। ঘটনার পর থেকেই আসামী পক্ষের লোকজন পলাতক রয়েছেন।

এ ব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়েত হোসেন পলাশ বলেন, নিহতের স্বজনদের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি।