ঢাকাSunday , 16 October 2022
  • অন্যান্য

রায়পুরায় ছাত্র উন্নয়ন সংগঠনের মতবিনিময়

এম নূরউদ্দিন আহমেদ
October 16, 2022 6:13 pm । ২৮১ জন
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর রায়পুরায় রায়পুরা ছাত্র উন্নয়ন নামে সামাজিক সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬অক্টোবর) সন্ধ্যায় উপজেলার পান্থশালায় লাক্সারি রেস্টুরেন্টে এবং পার্টি সেন্টারে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
এতে সংগঠনের সভাপতি ফারদিন আহমেদ ফরহাদের সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক তানবির আহমেদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির অন্যতম সদস্য রিয়াদ আহমেদ সরকার।

এসময় তিনি দলমত নির্বিশেষে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানে রায়পুরা উপজেলা যুবলীগের যুগ্ম সাধারন সম্পাদক, সাইফুর রহমান, পৌরসভা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আশিক আফজাল, উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা ছাত্রছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি তাপস কুমার বিশ্বাস, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, বিশিষ্ট সমাজ সেবক মাহবুবুর রহমান মাহাবুরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সংগঠনের পক্ষ থেকে সদস্যরা অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন