ঢাকাTuesday , 11 April 2023
  • অন্যান্য

রায়পুরায় চব্বিশত মানুষের সাথে রিয়াদ সরকারের ভালোবাসা বিনিময়

এম নূরউদ্দিন আহমেদ
April 11, 2023 4:55 pm । ১৬৬ জন
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশক্রমে ঈদ উপহার শাড়ী-লুঙ্গি পেল ২৪’শত সাধারণ মানুষ।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী- ৫ (রায়পুরা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির অন্যতম সদস্য রিয়াদ আহমেদ সরকারের নিজস্ব অর্থায়নে পবিত্র ইদুল ফিতর উপলক্ষে  ঈদ উপহার বিতরণ করা হয়।

মঙ্গলবার (১১এপ্রিল) সকাল থেকে রায়পুরায় হাইরমারা ইউনিয়নের মনিপুরা উচ্চ বিদ্যালয় চত্বর, হাইরমারা, চরসুবুন্ধি, মির্জানগর, আমিরগঞ্জ, নিলক্ষ্যা, চরআড়ালিয়া এই ছয় (০৬) ইউনিয়নের নিম্ন আয়ের ২৪০০ জনসাধারণের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে ঈদ উপহার বিতরণ করেন তিনি।

এসময় রায়পুরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আফজাল হোসাইন, মরজাল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সানজিদা সুলতানা নাসিমা, অলিপুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহমেদ দুলু, জেলা পরিষদের সদস্য রাজিব আহমে, জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।