ঢাকাFriday , 16 September 2022
  • অন্যান্য

রায়পুরায় গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

সাইফুল ইসলাম জুয়েল
September 16, 2022 10:41 am । ২৬৯ জন
Link Copied!

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা থানা পুলিশের বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজাসহ চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রায়পুরার থানার অফিসার ইরচার্জ মোঃ আজিজুর রহমানের নির্দেশক্রমে এস.আই রকিবুল ইসলামের নেতৃত্বে এএসআই খোকন সারোয়ারসহ সঙ্গীয় ফোর্স নিয়ে রায়পুরা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক সাড়ে ছয় ঘটিকায় উপজেলার পাড়াতলী ইউপিস্থ কাচারিকান্দি দক্ষিণপাড়া নৌকা ঘাটের সাথে গনি মোল্লার বাড়ির পশ্চিম পাশ্বে কাঁচা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ জহিরুল ইসলাম (৩২) কে চার কেজি গাজাসহ গ্রেফতার করা হয়। সে কাচারীকান্দি গ্রামের মৃতঃ তাহের মোল্লার ছেলে।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ৮০,০০০/= (আশি হাজার) টাকা।
এ সংক্রান্তে রায়পুরা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।