ঢাকাTuesday , 7 March 2023
  • অন্যান্য

রায়পুরায় ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

সাইফুল ইসলাম জুয়েল
March 7, 2023 4:17 pm । ১৬৯ জন
Link Copied!

রায়পুরা প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ‍্যালয় ও গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের যৌথ আয়োজনে ৪৮তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬মার্চ) অনুষ্ঠিত ক্রিয়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. সিদ্দিক আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।

স্বাগত বক্তব‍্য রাখেন গোবিন্দপুর উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক এ. এম. সায়েদুল ইসলাম। ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন করেন রায়পুরা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ।

এতে পৃষ্ঠপোষকতায় ছিলেন নরসিংদী জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল‍্যাণ সম্পাদক ও উপজেলা পরিষদের উপনির্বাচনে বিজয়ী নবনির্বাচিত চেয়ারম্যান লায়লা কানিজ লাকী ও পলাশতলী ইউপি চেয়ারম‍্যান জাহাঙ্গীর আলম ভূইয়া।

বিশেষ অতিথি হিসেবে অন‍্যান‍্যের মধ‍্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ মিসেস কল্পনা রাজিউদ্দিন, রায়পুরা সরকারি কলেজের অধ‍্যক্ষ মো. হুমায়ুন কবীর, উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি আল আমিন ভূঁইয়া মাসুদ, সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেল,  মরজাল ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, হাইরমারা ইউপি সাবেক চেয়ারম‍্যান মাহফুজুল হক বাবলা, মিসেস সিদ্দিক আহমেদ পত্নী, পলাশতলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা. সারোয়ার হোসেন ভূইয়া, আজীবন দাতা সদস‍্য আনোয়ার হোসেন ভূইয়া তপন, ডা. সারোয়ার জাহান ভূইয়া, মনির আহমেদ (খোকন), মোস্তফা আহমেদ, মো. শাহ্ আলম, মো. সেলিম আহমেদ প্রমূখ।

ক্রীড়ানুষ্ঠানে নৈপুণ‍্য ক্রীড়াশৈলী ছাড়াও নজরকাড়া ডিসপ্লে প্রদর্শিত হয়। ক্রীড়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের শরীরচর্চা শিক্ষক মাহবুব হোসেন, সহকারী শিক্ষক আপেল মাহমুদ, কামাল হোসেন এবং সুলতানা আক্তার। বিকেলে বিজয়ী ক্রীড়াবিদদের মধ‍্যে আকর্ষনীয় পুরস্কার প্রদান করা হয়।