ঢাকাSaturday , 23 July 2022
  • অন্যান্য

রায়পুরায় কেন্দ্রীয় আ.লীগনেতার নিজস্ব অর্থায়নে সেলাই মেশিন বিতরণ

এম নূরউদ্দিন আহমেদ
July 23, 2022 10:22 am । ১২৪৪ জন
Link Copied!

নরসিংদীর রায়পুরায় কেন্দ্রীয় লীগনেতার নেতার ব্যাক্তিগত অর্থায়নে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩জুলাই) উপজেলার বাসস্ট্যান্ডের বটতলায় ৩০জন সুবিধা ভোগীদের মাজে সেলাই মেশিন বিতরণ করেন বাংলাদেশ আওয়ামিলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাড. এবিএম রিয়াজুল কবির কাওছার।

এসময় উপজেলা আওয়ামিলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন, সাবেক যুবও ক্রিয়া সম্পাদক একেএম মহিউদ্দিন, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক সালেক আহমেদ পলাশ, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. হারুনূর রশীদ হারুন, রিপোটার্স ক্লাবের সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক অজয় সাহা, কোষাধ্যক্ষ তন্ময় সাহা, আদিয়াবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. ইদ্রিস আলী, বিশিষ্ট সমাজ সেবক মশিউল আলম কনক, মো. মুছা মিয়া, কাজী জসিমউদদীন, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আলমগীর, সিনিয়র সহসভাপতি মোস্তাফিজুর রহমান ফরিদ, সহসভাপতি মো. রহিছ মিয়া, সাবেক ছাত্রনেতা মেহবুবুল হক রিপন, মো. রাজিব মিয়া, হাইরমারা ইউপি সদস্য মো. সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাওছার রায়পুরা বাসীর সার্বিক উন্নয়নে আওয়ামী লীগের ছায়াতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।