রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর হোসেন।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল মোমেন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোস্তাফিজ রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. বোরহান উদ্দিন, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. শহিদুল্লা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থ বছরে শীতকালীন মসুর ডাল গম, সরিষা, ভুট্টা, পেঁয়াজ, সূর্যমুখী চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচি উপজেলার ১ হাজার ৭৩৫ জনের মাঝে বীজ চাষিদের মাঝে এ সব উপকরণ বিতরণ করা হবে। প্রত্যেক চাষিকে বীজ ও ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার প্রদান করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোস্তাফিজ রহমান জানান, শীতকালীন মসুর ডাল গম, সরিষা, ভুট্টা, পেঁয়াজ, সূর্যমুখী চাষ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে ১হাজার ৭৩৫ জনকে আনা হবে।
উদ্ভোধনী দিনে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের ৬৫ জন কৃষকের মাঝে এ সব উপকরণ বিতরণ করা হয়। পর্যাক্রমে প্রতিটি ইউনিয়নে দ্রুত সময়ে কৃষকদের মধ্যে বিতরণ করা হবে।