ঢাকাWednesday , 22 March 2023
  • অন্যান্য

রায়পুরায় কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ

সাইফুল ইসলাম জুয়েল
March 22, 2023 1:20 pm । ১৫১ জন
Link Copied!

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর রায়পুয়ায় সরকারি কৃষি প্রণোদনার আওতায় উপজেলা কৃষি বিভাগের আয়োজনে ৪৯০ জন কৃষকের মাঝে পাটবীজ ও ১০৫০ কৃষকের মাঝে আউশ ধান বীজ সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২২মার্চ) বিকেলে উপজেলা চত্বরে এসব বিতরণী কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মো শহিদুল্লাহ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদসহ সুবিধা ভোগীজন উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মোস্তাফিজুর রহমান বলেন, ২০২২-২৪ অর্থবছরের খরিপ-১ মৌসুমে প্রণোদনার কর্মসূচির আওতায় উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উপজেলার উপস্থিত প্রত্যেক কৃষকদের মাঝে বিনামূল্যে ১ কেজি করে পাটবীজ ও ৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা পৌছে দেয়া হবে।