রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের পলাশতুলি-গোপিনাথপুর আদর্শ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে বার্ষিক ক্রীয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্টিত হয়েছে।
শনিবার (১৮মার্চ) সকাল থেকে অত্যন্ত বর্ণিল সাজে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন। উল্লেখ্য যে তিনি অত্র প্রতিষ্ঠানের সভাপতি।
শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেলের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিনা আক্তারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোলিব মেম্বার, সহকারী শিক্ষক মো. সালাহ উদ্দিন রতন, ইউপি সদস্য হারুন মিয়া, মোগবুর মেম্বার, বিপ্লব মিয়া, বিশিষ্ট্য সমাজ সেবক মো. মানিক মাষ্টার, দাখিল মাদ্রাসার সুপার মো. আলী হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।