ঢাকাMonday , 5 December 2022
  • অন্যান্য

রায়পুরায় কলাবাগান থেকে অজ্ঞাত দুই ব্যাক্তির মরদেহ উদ্ধার

এম নূরউদ্দিন আহমেদ
December 5, 2022 11:51 am । ২২৭ জন
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর রায়পুরা থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ডিসেম্বর) বিকালে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামের রফিকুল ইসলামের কলাবাগান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা এখনো সম্ভব হয়নি। তবে ফিঙ্গার নেওয়ার পর নিহতদের পরিচয় সনাক্ত করা যেতে পারে বলে জানিয়েছেন পুলিশ।

পুলিশ জানিয়েছে, রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামের একটি কলাবাগানে দুটি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে তাদের লাশ উদ্ধার করা হয়।

হত্যার পর নিহতদের মুখ থেঁতলে দেওয়া হয়েছে। ধারালো অস্ত্র দিয়ে একটি লাশের গলা কাটাসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে। একটি লাশের পড়নে লুঙ্গি ও বেগুনি রঙের শার্ট, অপরটিতে হাল্কা ছোট চেকের সাদা শার্ট ও পড়নে কোন কাপড় লক্ষ করা যায়নি।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী জানান, ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় তাদের হত্যার পর খুনিরা নির্জন স্থানে লাশ ফেলে রেখে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো  হচ্ছে। নিহতদের পরিচয় ও হত্যার কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ ।