ঢাকাSaturday , 29 October 2022
  • অন্যান্য

রায়পুরায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

এম নূরউদ্দিন আহমেদ
October 29, 2022 5:28 pm । ১৮০ জন
Link Copied!

“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র” এ স্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শনিবার সকালে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা করেছে নরসিংদীর রায়পুরা থানা পুলিশ।
র‍্যালীটি থানা চত্বর থেকে বের হয়ে সদর এলাকার বিভিন্ন গলি প্রদক্ষিণ শেষে পূণরায় থানা চত্বরে এসে শেষ হয়।
পরে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, পুলিশ পরিদর্শক (তদন্ত) গৌবিন্দ সরকার, পুলিশ পরিদর্শক (অপারেশন) আতাউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।