রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় হাটু ভাঙ্গা (কান্দা পাড়া) এলাকায় একটি মাজার গুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে।
মাজারের খাদেম ফজলু মিয়া জানান সোমবার (২৪এপ্রিল) সকালে প্রতিবেশী খোকা মোল্লার নির্দেশে ১০/১২জন লোক এসে ২২বছরের প্রতিষ্ঠিত কাবিল শাহ’র মাজারটি গুড়িয়ে দেয়। ভাংচুরকারীদের দাবি অত্র এলাকায় কোন মাজার করা যাবেনা। ফজলু মিয়ার ভাতিজা জানান, কিছু দুষ্ট প্রকৃতির লোক খোকা মোল্লার নির্দেশে আজ সকালে আমাদের বাড়ীতে প্রবেশ করে মাজারটি গুড়িয়ে দেয় এবং মাজারে ব্যবহৃত সকল মালামাল নিয়ে যায় এমনকি বাড়ী ঘরেও ভাংচুর করে তারা।
এবিষয়ে রায়পুরা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুরা থানার এএসআই মঞ্জুরুল।
মির্জানগর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য জানান বিষয়টি আমি অবগত আছি। তবে এভাবে একটি মাজার গুড়িয়ে দেয়া মোটেও উচিৎ হয়নি।