ঢাকাThursday , 15 September 2022
  • অন্যান্য

রায়পুরায় এসএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র পরিদর্শন

সাইফুল ইসলাম জুয়েল
September 15, 2022 5:26 pm । ৩১১ জন
Link Copied!

রায়পুরা প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার ৮ টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এসএসসি, দাখিল ও ভোকেশনাল বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এসএসসি ও সমমানের পরীক্ষায় উপজেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৩শ ৯৯জন। উপস্থিত ছিলেন ৬২৫৩ জন। অনুপস্থিত ১৪৬ জন। বহিষ্কার নাই।

উপজেলায় মোট ৮টি কেন্দ্রে অবাধ, সুষ্ঠু ও শান্তি পূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলার কেন্দ্র গুলোর বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন। এসময় সাথে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সামালমগীর আলম, অফিসার ইনচার্জ (অপরাধ) মো. আতাউর রহমান, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারন সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, রায়পুরা থানার এসআই রকিবুল আলম প্রমুখ।