ঢাকাFriday , 9 June 2023
  • অন্যান্য

রায়পুরায় এমপি রাজু ও তার ছেলের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে ছাত্রলীগের বিক্ষোভ  

এম নূরউদ্দিন আহমেদ
June 9, 2023 7:26 pm । ১৪৭ জন
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদী -৫, রায়পুরায় সাবেক মন্ত্রী ৬ বারের সংসদ সদস্য রাজউদ্দিন আহমেদ রাজু এমপির ও তার ছেলে রাজিব আহমেদ পার্থ’র বিরুদ্ধে কটুক্তি করার প্রতিবাদে রায়পুরায় ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

রায়পুরা উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিল এর সভাপতিত্বে ও পৌরসভা ছাত্রলীগের সভাপতি আবু সালেহ চৌধুরী রাতুলের সঞ্চালনায়  শুক্রবার বিকেলে আওয়ামী লীগের পার্টি অফিস থেকে শ্রীরামপুর সোনালী ব্যাংক পর্যন্ত বিক্ষোভ মিছিল করে পুনরায় আওয়ামী লীগের পার্টি অফিসে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট ইউনুস আলী ভূঁইয়া। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন রায়পুরা চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক ও শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চেয়ারম্যান ফোরামের কোষাধক্ষ্য ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুর এলাহী, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম তপন, মরজাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উত্তর বাখান নগর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিব, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মো :আল আমিন, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম তুহিন, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো: মোমেন, ছাত্রলীগ নেতা মো: টুটুল, রায়পুরা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ রমজান আলী, সাধারণ সম্পাদক জাকির হোসেন স্বাধীন সহ আরো অনেকে।