ঢাকাWednesday , 22 February 2023
  • অন্যান্য

রায়পুরায় একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে মানুষের ঢল

সাইফুল ইসলাম
February 22, 2023 4:41 am । ১৮২ জন
Link Copied!

রায়পুরা প্রতিনিধি :

মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে রায়পুরা কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে।

দিবসটি উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে রায়পুরা কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে পুস্পস্তবক অর্পণ করেন নরসিংদী- ৫, রায়পুরা থেকে নির্বাচিত সাংসদ সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি। এরপরই উপজেলা প্রশাসন, রায়পুরা প্রেসক্লাব, রায়পুরা থানা, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, রায়পুরা পৌরসভাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্ধ শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন।

পরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে শহীদ বেদীতে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার হলরুমে আলোচনা সভা, বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে বিনামূল্যে চক্ষুসেবা, রক্তদান কর্মসূচি, প্রামাণ্য চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উৎযাপন করা হয়।