এম নূরউদ্দিন আহমেদ :
আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনের মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে ৪ প্রার্থী তাদের নিজ নিজ মনোনয়ন প্রত্যাহার করেছেন।
আওয়ামীলীগ থেকে মনোনীত প্রার্থী জেলা আওয়ামীলীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক লায়লা কানিজ লাকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে মির্জাচর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোছা. মাহফুজা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
রায়পুরা উপজেলা নির্বাচন কর্মকর্তা আজাহারুল ইসলাম ‘ভোরের পাতাকে’ আজ সোমবার মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিনে উপজেলা পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী লাইলা কানিজ লাকি ও মির্জাচর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোছা. মাহফুজা আক্তার ব্যতিত সকল প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে উপজেলা নির্বাচনে লাইলা কানিজ লাকি ও ইউপি চেয়ারম্যান নির্বাচনে মোছা. মাহফুজা আক্তার বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, ২০২২ সালের ১৩ ডিসেম্বর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাদেক এর মৃত্যু হয়। তার মৃত্যুর পর ওই পদটি শূন্য হয়ে যায় এবং দিনে দুপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন মির্জাচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর ইকবাল মানিক। পরে নির্বাচন কমিশন উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষনা করেন।