ঢাকাMonday , 19 September 2022
  • অন্যান্য

রায়পুরায় উপজেলা প্রশাসনের আয়োজনে সম্প্রীতি সমাবেশ

এম নূরউদ্দিন আহমেদ
September 19, 2022 10:09 am । ২৫৫ জন
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর রায়পুরায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশের বিদ্যমান আন্ত:ধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখতে সম্প্রতি সমাবেশ সোমবার (১৯সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদের গণমিলনায়তন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এতে উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান, উপজেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নজরুল ইসলাম, রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, সাংবাদিক ফোরামের সভাপতি মেহেদী হাসান রিপন, বিয়াম ল্যাবরেটরি স্কুলের প্রিন্সিপাল মো. রফিকুল ইসলাম, রায়পুরা হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা মাসুদূর রহমান মাসুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. ফাতেমা আক্তার, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু প্রদীপ কুমার বিশ্বাস, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি এড. চন্দন কান্তি সাহা, সাধারণ সম্পাদক শান্ত বণিক, পৌরসভা পুজা উদযাপন কমিটির সভাপতি রাজিব গোপসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, শিক্ষক, আলেম ওলামা, কবি সাহিত্যিক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, রাজনৈতিক ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।