নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরায় উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী- ৫, রায়পুরা থেকে বার বার নির্বাচিত সাংসদ সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকী, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা মানিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাবিব ফরহাদ আলম, কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা আমিনুর রশীদ খান, মহিলা কর্মকর্তা ফাতেমা আক্তার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোহাগ হোসেন, চেয়ারম্যান ফোরামের সভাপতি আলামিন ভুইয়া মাসুদ, সাধারণ সম্পাদক রিয়াজ মোরশেদ খান রাসেল, রায়পুরা ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন আলী, পাড়াতলী ইউপি চেয়ারম্যান ফেরদৌস কামাল জুয়েল, মহেশপুর ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন চাঁন মিয়া খা, আমিরগন্জ ইউপি চেয়ারম্যান ফজলুল করিম ফারুক, মুছাপুর ইউপি চেয়ারম্যান হোসেন ভূঁইয়াসহ অন্যান্য ইউপি চেয়ারম্যান ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় আইন-শৃংখলা পরিস্থিতি আরও উন্নতির জন্য উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আজগর হোসেন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুর রহমানকে নির্দেশ প্রদান করেন স্থানীয় সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।
এছাড়াও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট প্রদানে আহবান জানান তিনি।