নরসিংদীর রায়পুরায় ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপসহকারী কর্মকর্তাগণের উন্নীত বেতন স্কেল বাস্তবায়ন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (৩০শে আগষ্ট) সকালে রায়পুরা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির আয়োজনে অনুষ্টানে সভাপতিত্ব করেন সহকারী কশিশনার মো: সাজ্জাদ হোসেন।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন নরসিংদীর জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি মো: ইসমাইল হোসেন, ভূমি সহকারী কর্মকর্তা মো: জাহাঙ্গীর হোসেনসহ অনেকে। অনুষ্টানের সার্বিক তত্বাবধানে ছিলেন চরসুবুদ্ধি ইউনিয়ন ভূমি সহাকারী কর্মকর্তা সাধন চন্দ্র সূত্রধর। উল্লেখ্য সাধন চন্দ্র সূত্রধর উন্নীত বেতন স্কেল বাস্তবায়ন করার ক্ষেত্রে সকল ভূমি সহকারী কর্মকর্তাগনের পক্ষে কাজ করেন এবং যারা এ বেতন স্কেল বাস্তবায়নের সহযোগীতা করেছেন তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।