ঢাকাSunday , 21 May 2023
  • অন্যান্য

রায়পুরায় উদীচীর আয়োজনে সংঙ্গীত সন্ধা

সাইফুল ইসলাম জুয়েল
May 21, 2023 2:27 am । ১৩৮ জন
Link Copied!

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরায় লেখক ও ছড়াকার মহসিন খোন্দকারের লিখা গান নিয়ে সংগীত সন্ধ্যা হয়েছে।

এতে সভাপতিত্ব করেন রায়পুরা পৌরসভার জনপ্রিয় মেয়র  মো: জামাল মোল্লা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা  নির্বাহী কর্মকর্তা মো: আজগর হোসেন।

বিশেষ অতিথি ছিলেন সজীব গ্রুপের জেনারেল ম্যানেজার মোতাহার হোসেন ভূইয়া ও বিসিক বাংলাদেশ-এর সহকারী সম্প্রসারণ কর্মকর্তা আজমল কবির জুয়েল, দৈনিক খোঁজখবর পত্রিকার সম্পাদক ও প্রধান শিক্ষক মনজিল-এ-মিল্লাত, জেলার নান্দনিক উপস্হাপক বাচিকশিল্পী মোতাহার হোসেন অনিক, বিশিষ্ট কলাম লেখক ও বাফুফের তালিকাভুক্ত রেফারি সরকার সগীর আহমেদ, নরসিংদী জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আলী আহমেদ দুলু,  উদীচী রায়পুরা উপজেলা সংসদের উপদেষ্টা কমরেড দিলিপ কর্মকার, উদীচী’র সিনিয়র সহ-সভাপতি ও রায়পুরা সরকারি কলেজের প্রভাষক আরেফা ফেরদৌস চন্দনা, কন্ঠশিল্পী কাজল গোস্মামী, নিতাই বিশ্বাস, সালাউদ্দিন আহমেদ, পরিচয় কুমার বিশ্বাস, অদিতি রক্ষিত, সংগীতা দাস, জামাল উদ্দিন যন্ত্রশিল্পী অর্ঘ্য রক্ষিত, হিরন্ময় পল্লান ও শাহীন।
আরো উপস্থিত ছিলেন উদীচী রায়পুরা উপজেলা সংসদের সহ-সভাপতি শিক্ষক আলমগীর হোসেন চৌধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক শিক্ষক কনক বিশ্বাস, রাজিব কুমার গোপ, শিক্ষা সম্পাদক জয়ন্তি দত্ত, সদস্য ও সাংবাদিক প্রণয় ভৌমিক ও রুমান পথিক।