ঢাকাTuesday , 11 April 2023
  • অন্যান্য

রায়পুরায় আ.লীগ নেতা রাসেলের ঈদ উপহার সামগ্রী বিতরণ

সাইফুল ইসলাম জুয়েল
April 11, 2023 1:37 pm । ১৬০ জন
Link Copied!

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :

পবিত্র মাহে রমজান উপলক্ষে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে বিগত দিনের ন্যায় নরসিংদী জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ও রাফাহ ওয়েল ফেয়ার ট্রাষ্ট এর চেয়ারম্যান আলহাজ সাইদুর রহমান রাসেল এর অর্থায়ানে শতাধিক গরীব ও অসহায় দুস্থ মানুষের মাঝে শাড়ী, লুঙ্গি, থ্রীপিছসহ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মরজাল ইউপি সদস্য ও ওর্য়াড আওয়ামী লীগের নেতৃবৃন্দের মাধ্যমে তালিকা করে শতাধিক গরীব, অসহায় ও দু:স্থ মানুষের মাঝে শাড়ী,লুঙ্গি, থ্রীপিছ ঈদ উপহার সামগ্রী রাফাহ ওয়েল ফেয়ার ট্রাষ্ট এর চেয়ারম্যান সাইদুর রহমান রাসেল এর অর্থায়ানে বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১এপ্রিল) সকালে নরসিংদী রায়পুরা উপজেলার চরমরজাল কাজী মো. বশির উদ্দিন হাইস্কুল মোড়ে মা কনভেনশন হলরুমে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

এসময় জেলা আওয়ামীলীগের উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক ও রাফাহ ওয়েলফেয়ার ট্রাষ্ট এর চেয়ারম্যান সাইদুর রহমান রাসেল বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা দেশরত্ন মাননীয় সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ দেশের মানুষকে ভাল রাখতে সব সময় মনপ্রান দিয়ে কাজ করে যাচ্ছেন। অর্থনীতি মুক্তি জন্য এ দেশের মানুষ ভাল ভাবে জীবন যাপন করতে রাস্তাঘাট সহ ব্যাপক উন্নয়ন মুলক কাজ করেছেন। আমাদের নেত্রী সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে পরামর্শক্রমে আমার এলাকাবাসীর মুখে হাসি ফুটাতে বিগত দিনের ন্যায় পবিত্র মাহে রমজান শেষে এ ঈদে নতুন কাপড় পড়ে আনন্দ উপভোগ করতে পারে তাদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আগামীদিনে আমাদের নেত্রীর নির্দেশে যখন যা আদেশ করবেন যথাযথভাবে পালন করব। এসময় উপস্থিত সকলের নিকট দোয়া প্রার্থনা করেন তিনি।

অনুষ্ঠানে উপজেলা চেয়াম্যান ফোরামের সাধারন সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেল, উপজেলা আওয়ামীলীগ অর্থ বিষয়ক সম্পাদক ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মঞ্জুর এলাহী, রায়পুরা পৌরসভা আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আশিক আফজাল সজীব, বসু মিয়া গ্রুপের জি এম মোমেনুল হামিদ, মরজাল ইউনিয়ন আওয়ামী লীগ সিনিয়র সহ সভাপতি আইনাল হক, মরজাল ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোস্তফা কামাল, অত্র সংগঠনের পরিচালক সমাজ সেবক মো. ছাইফুর রহমান রুবেলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।