রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার চরসুবুদ্ধি ইউনিয়নের আশ্রয়ন প্রকল্প-২ উপকার ভোগীদের মাঝে সেলাই মেশিন ও শীতবস্র বিতরণ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প-২ পরিচালক (যুগ্মসচিব) আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, উপজেলা প্রকৌশলী শামীম ইকবাল মুন্না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. বোরহান উদ্দিন, রায়পুরা থানা অফিসার ইনচার্জ আজিজুর রহমান, চরসুবুদ্ধি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তোফাজ্জল হোসেন ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।
পরে প্রধান অতিথি আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করে
সকলের খোঁজখবর নেন এবং ২০টি পরিবারের মধ্য সেলাই মেশিন ও শীত বস্র বিতরন করেন।