ঢাকাWednesday , 12 April 2023
  • অন্যান্য

রায়পুরায় আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে নরসিংদীর জেলা প্রশাসক

এম নূরউদ্দিন আহমেদ
April 12, 2023 12:21 pm । ১৬২ জন
Link Copied!

নিজস্ব প্রতিবেদক  :

নরসিংদীর রায়পুরায় ঈদকে সামনে রেখে উপজেলার হাসিমপুরে অবস্থিত আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান।

পরিদর্শন কালে তিনি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের খোজ খবর নেন। এর আগে তিনি উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।
এসময় সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেন, সহকারী কমিশনার ভূমি শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. বোরহান উদ্দিন, উপজেলা প্রকৌশলী শামীম ইকবাল মুন্না, স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

আশ্রয়ন প্রকল্প পরিদর্শন শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান লাইলা কানিজ লাকিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন জেলা প্রশাসক আবু নঈম মোহাম্মদ মারুফ খান।