ঢাকাSaturday , 17 December 2022
  • অন্যান্য

রায়পুরায় আমিরগঞ্জ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট ফাইনালে

এম নূরউদ্দিন আহমেদ
December 17, 2022 6:12 pm । ২৪১ জন
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর রায়পুরায় উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) বিকালে উপজেলার হাসনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে আনন্দঘন পরিবেশে খেলাটি অনুষ্ঠিত হয়। হাসনাবাদ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও হাসনাবাদ বাজার পরিষদের সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান মো. মনির হোসেন ভূইয়া।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একে এম ফজলুল করিম ফারুক , হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুর রহমান, রায়পুরা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ একে এম রেজাউল করিম, হাজীপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম, ইউপি সদস্য আমির হোসেন প্রমূখ।

খেলায় অংশ গ্রহন করেন আড়িয়াল খাঁ একাদশ বনাম সুরমা একাদশ। টাইবেকারে সুরমা একাদশ জয় লাভ করে। পরে প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন ভূইয়া বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।