রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে রাজিব সমর্থক ইব্রাহীম মিয়া (৫০) এর বাম হাতের কব্জি কেটে ফেলা এবং সবুজ মিয়া (৩৬)কে কুপিয়ে জখম করার খবর পাওয়া গেছে।
রায়পুরা থানার এসআই আব্দুস সালাম ঘটনার সত্যতা স্বীকার করেন।
জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে নিলক্ষা ইউনিয়নে রাজিব সমর্থক ও ইসমাইল সিরাজী-আব্দুল হক সরকার সমর্থকদের মধ্যে দ্বন্ধ চলে আসছিলো।
এ নিয়ে কিছূদিন পর পর রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয় তারা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে ডেকে এনে রাজিব সমর্থক পশ্চিম বীরগাও গ্রামের ইব্রাহীম (৫০) এর বাম হাতের কব্জি কেটে ফেলেন এবং একই সমর্থখ সোনাকান্দি গ্রামের সবুজ মিয়া (৩৬)কে কুপিয়ে রক্তাক্ত জখম করার খবর পাওয়া গেছে।