নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর রায়পুরা উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের নয়াচর গ্রামে রায়হান নামে এক কৃষকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৭ এপ্রিল, ২০২৩খ্রিঃ) রায়পুরা থানাধীন আদিয়াবাদ ইউনিয়নের সিরাজনগর নয়ারচর গ্রামে হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম।
পুলিশ সুপার হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটনসহ ঘটনার সাথে জড়িত আসামীদের সনাক্ত পূর্বক দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের লক্ষ্যে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফীন, সহকারী পুলিশ সুপার, রায়পুরা সার্কেল সত্যজিৎ কুমার ঘোষ (অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অফিসার রায়পুরা থানা মোঃ আজিজুর রহমান, ওসি ডিবি মোহাম্মদ আবুল বাসার পিপিএম (বার), ইন্সপেক্টর (তদন্ত) রায়পুরা থানা গোবিন্দ সরকার উপস্থিত ছিলেন।