রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় মির্জাচর ইউপি চেয়ারম্যান সাম্প্রতিক দূর্বৃত্তের গুলিতে নিহত জাফর ইকবাল মানিক হত্যার ঘটনার স্থলে মানিকের নামে স্মৃতিস্থম্ব করার প্রস্তাব করেছেন উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি ও অলিপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আল আমিন ভূইয়া মাসুদ। ।
গতকাল বুধবার ( দুপুরে) মির্জাচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাফর ইকবাল মানিক হত্যাকান্ড এবং আদিয়াবাদ ইউনিয়নের শেরপুরে জোড়া খুনের ঘটনায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এ প্রস্তাব করেন তিনি। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন। এই সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রায়পুরার গণমানুষের নেতা, স্থানীয় সাংসদ, সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। এই সময় ব্ক্তারা মানিক হত্যার সাথে জরিতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানান।
এসময় সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান ফোরামের সাধারন সম্পাদক ও শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল, বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাতুল হাসান জাকির, মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. বশির উদ্দিন সরকার রিপন, চান্দেকান্দি ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান মো. মেজবাহ উদ্দিন মিতুলসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান ও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদের পক্ষ থেকে ২৪ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণকে আইডি কার্ড প্রদান করা হয়।