নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর রায়পুরা থানা পুলিশ কর্তৃক ০১টি দেশীয় তৈরী ওয়ান সুটার গান (এল,জি), ০২ রাউন্ড কার্তুজসহ রিপন নামের ১জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুর রহমান এর নেতৃত্বে এসআই আব্দুল হালিম, সঙ্গীয় এএসআই সোহেল রানা, এএসআই কামরুল হাসান, এএসআই খোকন ও ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করিয়া উপজেলার পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর সাকিনন্থ পূর্বপাড়া গ্রামের (শরিফের বাড়ি) হইতে আসামি মোঃ রিপন মিয়া(২৩), পিতা- শাহ আলম মিয়া, মাতা- শাহীনুর বেগম, সাং- মধ্যনগর (পূর্ব পাড়া), থানা- রায়পুরা, জেলা- নরসিংদীকে ০১টি দেশীয় তৈরী ওয়ান সুটার গান (এল,জি), ০২ রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে রায়পুরা থানার মামলা নং-২১, তারিখ ( ২০ আগষ্ট ২২ ইং), ধারা- ১৯- এ, ১৮৭৮ সালের অস্ত্র আইনে রুজু করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
উক্ত বিষয়ে রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান বলেন সন্ত্রাসীরা যতবড় শক্তিশালীই হোকনা কেন একদিন তাকে আইনের আওতায় আসতেই হবে। সন্ত্রাস ও দূর্নীতিবাজদের বিরুদ্ধে পুলিশ সবসময় সোচ্চার রয়েছে।