রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় অনগ্রসর বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য ড্রাইভিং প্রশিক্ষণ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬মে) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের আয়োজনে স্থানীয় সরকার বিভাগ ও জাইকার অর্থায়নে উল্লেখিত প্রশিক্ষণ কোর্সের বাস্তবায়ন করবেন উপজেলা সমাজ সেবা অধিদপ্তর। এতে ২০জন সুবিধা ভোগীজন প্রশিক্ষণ নিবেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন এর সভাপতিত্বে ও সমাজ সেবা অফিসার খলিলুর রহমান সজীব এর পরিচালনায় উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লাইলা কানিজ লাকি।
এসময় জাইকা কর্মকর্তা মান্নান আহমেদ, উপজেলা সহকারী প্রকৌশলী ইমদাদুল হক অপূর্ব, রায়পুরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদসহ প্রশিক্ষণার্থী ও প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।