ঢাকাMonday , 24 April 2023
  • অন্যান্য

রায়পুরার নীলক্ষায় গুলিকরে হত্যার ঘটনায় এলাকা পরির্দশনে ডিসি ও এসপি

এম নূরউদ্দিন আহমেদ
April 24, 2023 5:25 pm । ১৫৫ জন
Link Copied!

নিজস্ব প্রতিবেদক :

নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষায় গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন ও নিহতের বাড়িতে গিয়ে স্বজনদের খোঁজখবর নেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মো. মারুফ খান ও পুলিশ সুপার কাজী আশরাফুল আজিম পিপিএম।

সোমবার (২৪এপ্রিল) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন তারা। এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অর্নিবাণ চৌধুরী, (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ, উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন, রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান, তদন্ত কর্মকর্তা গোবিন্দ সরকার, আমিরগঞ্জ ফাঁড়ির ইনচার্জ ফরিদ উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নিহত ও আহতের স্বজনরা জানান, আমরা নিলক্ষা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের একজন মানুষও বিগত ৫০ বছরে কোন ধরনের ঝগড়া-বিবাধে জড়িত ছিলোনা। আমরা সব সময় ঝগড়া-বিবাধকে ঘৃনা করে আসছি। কিন্তু ককটেল ফাঁটানোকে বাঁধা দেওয়ায় আমাদের উপর এ অত্যাচার করা হয়েছে। হামলাকারীরা বাড়িতে ঢুকে প্রকাশ্যে জুলকাশ মিয়াকে গুলি করে হত্যা করে। এসময় তাদের এলোপাতারী গুলিতে আহত হয়েছে আরো কয়েকজন।

বীরগাও এলাকার স্থানীয় লোকজন ও নিহতের স্বজনরা জানান, আমরা কখনো ঝগড়া পছন্দ করিনা হামলাকারীদের কাছে জীবন ভিক্ষা চেয়েও রেহাই পায়নি জুলকাশ মিয়া। আমাদের লোকজনকে যারা গুলি করে হত্যা ও আহত করেছে তাদেরকের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

গত শনিবার (২২ এপ্রিল) ঈদের দিন সন্ধ্যায় ককটেল ফাটানোতে বাঁধা দেওয়ার ঘটনায় পাশর্বর্তী এলাকার সন্ত্রাসীদের গুলিতে নিহত হয় নিলক্ষ্যা ইউনিয়নের বীরগাঁও গ্রামের শামসু মিয়ার ছেলে জুলকাশ মিয়া। এসময় গুলিবিদ্ধ ও টেঁটাবিদ্ধে আহত হয় আরো ৬জন। উক্ত ঘটনার প্রেক্ষিতে সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।