এম নূরউদ্দিন আহমেদ :
নরসিংদীর রায়পুরা উপজেলার চরআড়ালিয়া ইউনিয়নের কৃতি সন্তান ড. মোহাম্মদ জিয়াউল হক পদোন্নতি হয়ে অতিরিক্ত সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত হওয়ায় নিজ এলাকায় দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
শনিবার (১৩ মে) চরআড়ালিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ হতে ড. মোহাম্মদ জিয়াউল হক এর দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাসানুজ্জামান সরকার ও তার পরিষদের সকল সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
গতকাল শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে ঊর্ধ্বতন নিয়োগ-১ অধিশাখা থেকে প্রজ্ঞাপন জারির মাধ্যমে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত এর অতিরিক্ত সচিব পদে পদোন্নতি প্রদান করা হয়। এর আগে তিনি যুগ্মসচিব ছিলেন।
ড. মোহাম্মদ জিয়াউল হক নরসিংদীর রায়পুরা উপজেলার চর-আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দি গ্রামের ডা: মোহাম্মদ রফিকুল হকের ছেলে।
এসময় চরআড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হাসানুজ্জামান সরকার বলেন, জিয়াউল হক স্যারের মতো সৎ, যোগ্য ও সাদা মনের মানুষটির বাড়ি এই ইউনিয়নে হওয়ায় আমরা গর্বিত ও আনন্দিত। এসময় এলাকাবাসীর পক্ষ হতে জিয়াউল হক’কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হাসানুজ্জামান সরকার।