ঢাকাSaturday , 15 April 2023
  • অন্যান্য

রায়পুরার আল ফারুক মডেল দাখিল মাদ্রাসায় দোয়া ও ইফতার

বিশেষ প্রতিনিধি
April 15, 2023 4:20 pm । ১৫৫ জন
Link Copied!

মাজেদুল ইসলাম :

নরসিংদীর রায়পুরা উপজেলার স্বনামধন‍্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল ফারুক মডেল দাখিল মাদ্রাসার আয়োজনে শনিবার দাখিল পরীক্ষার্থীসহ সকল মুসলমানদের জন‍্য দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানের সিনিয়র সহ-সভাপতি মো. সোহেল মোল্লা। প্রতিষ্ঠানের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সহ-সভাপতি হিসেবে বক্তব‍্য রাখেন প্রতিষ্ঠানের সহ-সভাপতি হাজী মোহাম্মদ শাহ্ আলম ভূইয়া।

বিশেষ অতিথি হিসেবে অন‍্যান‍্যের মধ‍্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সদস‍্য মো. আলতাফ হোসেন, মাওলানা এরশাদ উল্লাহ্, মো. শহীদুল্লাহ্ মিয়া, জসিম উদ্দিন ভেন্ডার, মো. শাহ্ আলম মিয়া প্রমূখ।

এছাড়াও ইফতার মাহফিলে এলাকার গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ দ্বীনে আলেমগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিদায়ী ৮জন দাখিল পরীক্ষার্থীর সফলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা মো. কামাল উদ্দিন।