বিশেষ প্রতিনিধি :
নরসিংদীর ‘রায়পুরা প্রেসক্লাব’র কার্যনির্বাহী পরিষদের নিয়মিত মাসিক সভা বৃহস্পতিবার (৩০শে জুন) বিকেলে ক্লাবের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান। ক্লাবের সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মো. ফরিদ মিয়া, সহ-সভাপতি মো. রফিকুল হক রফিক, মো. মাজেদুল ইসলাম, এস.এম. শরীফ মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়া, দপ্তর সম্পাদক-ছালেক আহমেদ পলাশ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক-এ.কে.এম সেলিম, ক্রীড়া সম্পাদক-জহির উদ্দিন নাসিম, কার্যকরী সদস্য-খন্দকার শাহ্ নেওয়াজ, মো. হারুনুর রশিদ, মো.শফিকুল ইসলাম প্রমুখ। সভার শুরুতে সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ বিগত সভার রেজুলেশন পাঠ করে শোনালে সর্বসম্মতিক্রমে তা অনুমোদিত হয়। পরে তিনি ২৬ হাজার টাকা উদ্বৃত্ত দেখিয়ে আয়-ব্যয়ের হিসাব উত্থাপন করলে সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়। অতঃপর প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভূক্তির বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। পরে সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।