ঢাকাTuesday , 13 December 2022
  • অন্যান্য

রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক আর নেই

সাইফুল ইসলাম জুয়েল
December 13, 2022 7:25 am । ২১৫ জন
Link Copied!

রায়পুরা(নরসিংদী)প্রতিনিধি :

নরসিংদী রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আব্দুস ছাদেক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।
এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা চেয়ারম্যান ফোরামের সাধারণ সম্পাদক ও শ্রীনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজ মোরশেদ খান রাসেল।

বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক রায়পুরা উপজেলা পরিষদের (বর্তমান) চেয়ারম্যান ছিলেন। তিনি উপজেলার রাধানগর ইউনিয়ন পরিষদ থেকে চারবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

মৃত্যুকালে স্ত্রী এক ছেলে ও দুই মেয়ে সহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন তিনি।