রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা :
নরসিংদীর রায়পুরায় বিশেষ চাহিদা সম্পন্ন (প্রতিবন্ধী) শিক্ষার্থীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষ্য পোশাক ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার আমীরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ উত্তরপাড়া (রহিমাবাদ মোড়)রায়পুরা প্রতিবন্ধী স্কুল এন্ড সোস্যাল এইড এর পচিশ জন শিক্ষার্থীকে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস.এম শরীফ মিয়ার সভাপতিত্তে প্রধান অতিথি ছিলেন, রায়পুরা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা খলিলুর রহমান।
স্কুলের সমন্য়ক সৈয়দ বিল্লাল এর পরিচালনায় উপস্থিত ছিলেন, স্কুলের সহ সভাপতি এডভোকেট সাদেকুর রহমান সরকার খোকা, আইসিডিআরবি কর্মকর্তা হাবিবুর রহমান শাহীন, বেলাব হোসেন আলী ডিগ্রি কলেজের প্রভাষক আবুল হাসান তারেক, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক দেলোয়ারা বেগম রেনু, আইএফআইসি কর্মকর্তা গাজী লুৎফর রহমান রবিন, হাসনাবাদ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কেফায়েত উল্লাহ মোল্লা, সহকারী শিক্ষক জোনা সরকার, লিমা বেগম ও নিপা প্রমূখ।
উল্লেখ্য পোশাক ও খাদ্য সামগ্রীর অর্থায়ন করেন ডৌকারচর গ্রামের প্রবাসী নাঈম, মির্জানগর গ্রামের নাজমুল চৌধুরী সহ কয়েজন মানবতা প্রেমিক।
প্রধান অতিথি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আলাদা শিক্ষা কারিকুলাম ব্যবস্থাপনা দরকার। সরকার প্রতিবন্ধীদের ভাতা সহ নানান সুবিধার ব্যবস্থা করেছেন। এখন প্রতিবন্ধীদের নিয়ে আলাদা শিক্ষা প্রতিষ্ঠান চালু হওয়ার দরকার। তাহলেই আমাদের স্মার্ট বাংলাদেশ এগিয়ে যাবে।