রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
যতই দিন যাচ্ছে ততই গুনিয়ে আসছে জাতীয় সংসদ নির্বাচন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন দলীয় সম্ভাব্য প্রার্থীরা তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় নিজেকে জাতীয় নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে শো-ডাউন ও গণসংযোগ এর মাধ্যমে ঘোষনা দিচ্ছেন।
এরই ধারাবাহিকতায় নরসিংদীর- ৫, রায়পুরা আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আজ মঙ্গলবার দিন ব্যাপী প্রায় ৫০টি ভিবাটেক অটোর মাধ্যমে পাঁচ শতাধিক লোক নিয়ে শো-ডাউন করেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা জাতীয় পার্টির আহবায়ক প্রকৌশলী মো: শহীদুল ইসলাম।
এসময় তার সাথে ছিলেন উপজেলা জাতীয় পাটির সদস্য সচিব মো: শামসুজ্জামান ভূইয়া জামান, যুগ্ম আহবায়ক মো: তোফাজ্জল হোসেন, সদস্য হাবিবুর রহমান, মরজাল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মানিক মিয়াসহ অন্যান্য ইউনিয়নের নেতৃবৃন্দ।