ঢাকাThursday , 23 June 2022
  • অন্যান্য

রায়পুরায় আ.লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা 

এম নূরউদ্দিন আহমেদ
June 23, 2022 12:17 pm । ৪৭৮ জন
Link Copied!

নিজস্ব প্রতিবেদক : 

নরসিংদীর রায়পুরায় বাংলাদেশ আওয়ামিলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামিলীগের উদ্যোগে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার (২৩শে জুন) সকালে উপজেলা আওয়ামিলীগের নিজস্ব কার্যালয়ে প্রথমে আলোচনা সভা ও কেককাটা, পরে র‍্যালী বের করে উপজেলা আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। র‍্যালীটি রায়পুরা বাজারের বিভিন্ন গলি প্রদিক্ষন করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে আওয়ামীলীগসহ বিভিন্ন সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। 

উপজেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমান উদ্দিন ভূইয়ার পরিচালনায় ও মোঘল ডাক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, কৃষি বিষয়ক সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, পৌরসভা আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব মাহবুব আলম শাহীন, সেক্রেটারি গোলাপ মিয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো.  আশিক আফজাল, রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ,  উপজেলা যুবলীগের সভাপতি মো. মিলন মাষ্টার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, চেয়ারম্যান ফোরামের সভাপতি আল-আমিন ভুইয়া মাসুদ, সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেল, বিআরডিবির চেয়ারম্যান মো. জাকির হোসেন, সাবেক চেয়ারম্যান এসএম ওবায়দুল হক বাবুল, উপজেলা আওয়ামিলীগের সাবেক যুবও ক্রিয়া সম্পাদক একেএম মহিউদ্দিন, শ্রীনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী মো. শাহ আলম,  চান্দের কান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম মিঠু, মির্জানগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ূন কবির সরকার, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি অহিদুজ্জামান পলাশ,  পৌরসভা ছাত্রলীগের সভাপতি আবু সালেহ চৌধুরী রাতুল, সাধারণ সম্পাদক আঃ মোমেনসহ আওয়ামিলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।