ঢাকাWednesday , 22 February 2023
  • অন্যান্য

মেঘনা পাড়ের রায়পুরা গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

সাইফুল ইসলাম জুয়েল
February 22, 2023 5:07 am । ২১২ জন
Link Copied!

রায়পুরা প্রতিনিধি :

নরসিংদীর রায়পুরায় ফখরুল হাসান সম্পাদিত মেঘনা পাড়ের রায়পুরা গ্রন্থের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ফেব্রয়ারি) বিকাল ৪টায় উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের দক্ষিণ মির্জানাগর মধ্য পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়।

মেঘনা পাড়ের রায়পুরা গ্রন্থের সম্পাদক ফখরুল হাসানের সভাপতিত্বে ও ইকবাল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নকশিসের সভাপতি নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড.মশিউর রহমান মৃধা, সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নুর সাখাওয়াত হোসেন মিয়া, আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম মোজাম্মেল হক, চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুজ্জামান সরকার, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মইনুল হক লিটন, হাসনাবাদ পাবলিক লাইব্রেরীর প্রতিষ্ঠাতা সভাপতি সুমন সালাউদ্দিন, দক্ষিণ মির্জানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, সাবেক প্রধান শিক্ষক খোরশেদ আলমসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।