রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
মায়ের মরদেহ দেখা হলো না ইতালি প্রবাসী ছেলের। শেষবারের মতো মাকে দেখতে ইতালি থেকে বাংলাদেশে এসেছিলেন ছেলে শাহ আলম। কিন্তু বিধিবাম। বিমানবন্দর থেকে বাড়ি যাবার পথে সড়ক দুর্ঘটনা কেড়ে নেয় প্রবাসী ছেলের প্রাণ। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে নরসিংদীর শিবপুরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনি ও তার ছোট বোনজামাই নিহত হন। আহত হন নিহতের ভাগ্নে। নিহতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া এলাকার শাজাহান মেম্বারের ইতালি প্রবাসী ছেলে শাহ আলম (৬২) ও একই এলাকার শামসু উদ্দিন মিয়ার ছেলে ও নিহতের ছোট বোনজামাই সেলিম মিয়া (৪৫)। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, মায়ের মৃত্যুর খবর পেয়ে দীর্ঘদিন পর ব্রাহ্মণবাড়িয়া এলাকার ইতালী প্রবাসী ছেলে শাহ আলম (৬২) আজ বৃহস্পতিবার সকালে বাংলাদেশে আসেন। ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আনতে ছোট বোনজামাই সেলিম ও ভাগ্নে সাব্বির সকালে একটি নোয়া মাইক্রোবাস নিয়ে এয়ারপোর্টে যায়। সেখান থেকে শাহ আলমকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ফিরছিল। সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুরের পুকুর পাড় এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ওই সময় ঘটনাস্থলে তিনজন গুরুতর আহত হয়। পরে পুলিশ, ফায়রা সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নেওয়ার পথে সেলিমের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইতালি প্রবাসী শাহ আলমের মৃত্যু হয়। নরসিংদী ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির উপ-পরিদর্শক আরিফ বলেন, দুর্ঘটনার সময় বৃষ্টি হচ্ছিল। ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণে দুইটি যানবাহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজন মারা যায়।